বাংলাহান্ট ডেস্ক : সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি না পেয়ে বেঘোরে মৃত্যু হল এক অঙ্গনওয়াড়ি কর্মীর (Anganwari Worker)। ধূপগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে মিলপাড়া এলাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ধূপগুড়ির আইসিডিএস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন অঙ্গনওয়াড়ি (Anganwari Worker) এবং আশা কর্মীরা।
মাতৃত্বকালীন ছুটি না পাওয়ায় মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর (Anganwari Worker)
জানা যাচ্ছে, মৃত অঙ্গনওয়াড়ি কর্মীর (Anganwari Worker) নাম বীণা রায়। মাগুরমারী গ্রামের বাসিন্দা বীণা দেবী মাত্র একমাস আগেই কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি চেয়েও তিনি পাননি বলে অভিযোগ। শারীরিক দুর্বলতা নিয়েও তাঁকে কাজে যোগ দেওয়ার জন্য আইসিডিএস প্রকল্পের সুপারভাইজার থেকে সিডিপিও বারংবার চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।
দীর্ঘ পথ পেরিয়ে যেতেন ডিউটিতে: দুর্বলতা সত্ত্বেও প্রতিদিন ধূপগুড়ি থেকে ৪০ কিমি দূরে ডিউটি করতে যেতে হত তাঁকে। প্রচণ্ড শারীরিক এবং মানসিক চাপে বীণাদেবী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর মৃতার পরিবার এবং সহকর্মীদের (Anganwari Worker) তরফে অভিযোগ করা হয়েছে, সরকার বারবার মাতৃত্বকালীন ছুটির কথা বলছে। অথচ মাঠে ময়দানে কাজ করেন যে মহিলারা তাদের সেই নূন্যতম সুযোগটুকুও নেই।
আরো পড়ুন : দুবছর ধরে দেশের সঙ্গে ‘গদ্দারি’, হামলার আগে পহেলগাঁওতেই মোতায়েন ছিল ধৃত CRPF জওয়ান! কী তথ্য এল NIA-র হাতে?
বিক্ষোভের মুখে আধিকারিকরা: অভিযুক্ত আধিকারিক অবশ্য দাবি করেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মীরা (Anganwari Worker) মৃত বীণা দেবীর আবেদনপত্র সামনে এনে পালটা দাবি করেছেন, ওই আধিকারিক মিথ্যে কথা বলছেন। এই ঘটনায় আইসিডিএস অফিস ঘেরাও করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
আরো পড়ুন : কোনও তথ্য প্রকাশ করা যাবে না, ‘নগদকাণ্ড’এ RTI আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
ব্যানার প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। প্রসূতি এবং শিশুদের যত্ন নেওয়া যাদের দায়িত্ব, তারাই যদি মাতৃত্বকালীন ছুটি না পায় তাহলে এ কেমন নীতি, প্রশ্ন তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ধূপগুড়ি থানার আইসি সহ পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে। এদিকে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।