দিঘা ভার্সেস পুরী! ‘জগন্নাথধাম’ নামে স্বত্ব চাই! দিঘায় মন্দির হতেই একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে পুরী মন্দির কর্তৃপক্ষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হয়েছে। দ্বারোদঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর থেকেই শিরোনামে রয়েছে এই মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরকে কেন ‘জগন্নাথধাম’ বলা হচ্ছে, এই নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ওড়িশা সরকার (Government of Odisha)। দিঘার মন্দিরের বিগ্রহ কোন কাঠ দিয়ে তৈরি হয়েছে সেটা নিয়েও বিতর্ক হয়েছে। এই আবহে সামনে আসছে বড় খবর।

দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) হতেই একগুচ্ছ পদক্ষেপ পুরী মন্দির কর্তৃপক্ষের

দিঘার মন্দির উদ্বোধন হয়েছে মাসখানেক হল। তারপরেই ‘জগন্নাথধাম’, ‘শ্রীমন্দির’, ‘মহাপ্রসাদ’, ‘শ্রীক্ষেত্র’, ‘পুরুষোত্তম’ নামগুলির ওপর স্বত্ব চেয়ে আবেদন করতে চলেছে পুরী মন্দির কর্তৃপক্ষ। এর পাশাপাশি শ্রীমন্দিরের লোগোর ওপরেও স্বত্বের আবেদন জানানো হবে। সোমবার পুরী মন্দির পরিচালন কমিটির একটি বৈঠক বসেছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পুরীর ‘শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনে’র মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি বলেন, সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই এই নামগুলির ওপর স্বত্বের আবেদনের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এই বিষয়ে তিনি বলেন, ‘জগন্নাথ মন্দিরের ঐতিহ্য, পবিত্রতা ও এর অনন্য পরিচিতিকে সংরক্ষণ করতে এই আইনি ব্যবস্থার জন্য মন্দির সম্বন্ধিত শব্দগুলির স্বত্বের আবেদন করা হবে। জগন্নাথদেবের সঙ্গে সম্পর্কিত এই পবিত্র শব্দগুলিকে বাছবিচারহীন ভাবে ব্যবহার আটকাতে এই পদক্ষেপ ভীষণ জরুরি’।

আরও পড়ুনঃ জামিন পেয়েও শান্তি নেই! ফের নয়া মামলায় নাম জড়াল মানিকের, আরও বাড়ল বিপদ?

উল্লেখ্য, এর আগেও দিঘার জগন্নাথ মন্দিরে ‘জগন্নাথধাম’ (Jagannath Dham) কথাটি ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন ওড়িশার আইনমন্ত্রী। পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছিলেন, দিঘার মন্দির থেকে ‘জগন্নাথধাম’ কথাটি সরাতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবে আমাদের রাজ্যের সরকার।

CM Mamata Banerjee message before Digha Jagannath Temple inauguration

এবার জানা গেল, ‘জগন্নাথধাম’, ‘শ্রীমন্দির’, ‘মহাপ্রসাদ’, ‘শ্রীক্ষেত্র’, ‘পুরুষোত্তম’ নামগুলির ওপর স্বত্ব চেয়ে আবেদন করতে চলেছে পুরী মন্দির (Jagannath Temple) কর্তৃপক্ষ। ‘জগন্নাথধাম’ নাম ব্যবহারের ক্ষেত্রে যাতে একচ্ছত্র অধিকার পাওয়া যায় সেই কারণেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X