বাংলা হান্ট ডেস্কঃ গত এপ্রিল মাসের একটা রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ চাকরি (SSC Recruitment Scam)। ২০১৬ সালের এসএসসির (School Service Commission) সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়ায় আজ পথে বসার জোগাড় ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। গত মাস থেকেই আন্দোলন করছেন তাঁদের একাংশ। এবার চাকরিহারাদের উদ্দেশে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই বার্তা দিয়েছেন তিনি।
চাকরিহারাদের উদ্দেশে কী বার্তা দিলেন মমতা (Mamata Banerjee)?
দুর্নীতির জেরে গত বছর ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে। ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। তাঁদের একটি অংশ আবার নতুন করে পরীক্ষায় বসতে নারাজ। উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশের দাবি জানাচ্ছেন প্রতিবাদীরা। এই দাবি সামনে রেখে এখনও আন্দোলন চলছে।
সোমবার শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী চাকরিহারাদের প্রতিনিধিদল। প্রায় ঘণ্টা দুয়েক ধরে বৈঠকের পর তাঁরা জানান, রাজ্যের গণ্ডি পেরিয়ে আন্দোলন এবার দিল্লিমুখী হবে। এরপরেই আজ মুখ্যমন্ত্রী জানালেন, আজ বিকেল ৫টায় নবান্নে সাংবাদিক সম্মেলন করবেন তিনি।
আরও পড়ুনঃ ‘এবার সব ক্যামেরার সামনে হয়েছে, যাতে ঘরের কেউ প্রমাণ না চায়’! নাম না করেই বিরোধীদের নিশানা মোদীর?
মমতা এদিন নিজের ফেসবুকে লেখেন, ‘চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। নজর রাখুন আমার ফেসবুক পেজে’।
উল্লেখ্য, ২৬,০০০ কাণ্ডে সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দেওয়ার পর একাধিকবার চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন থামেনি। গতকাল আবার আন্দোলন দিল্লিমুখী করার বার্তা দেন চাকরিহারাদের প্রতিনিধিদল। এই আবহে আজ নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের।