একী কাণ্ড! KKR-এর এই কাজে ফের “অপমানিত” শ্রেয়স আইয়ার, চটে লাল অনুরাগীরাও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL-এর ইতিহাসে KKR (Kolkata Knight Riders)-ই প্রথম দল যে চ্যাম্পিয়ন হওয়ার পর দলের অধিনায়ককে আর ধরে রাখেনি। আর যাঁর সাথে এই ঘটনাটি ঘটেছে তিনি হলেন শ্রেয়স আইয়ার। কারণ, আইয়ারের নেতৃত্বেই KKR ২০২৪ সালে IPL চ্যাম্পিয়ন হয়। কিন্তু IPL ২০২৫-এর আগে সম্পন্ন হওয়া মেগা নিলামের আগে, KKR তার অধিনায়ককে ছেড়ে দেয়। এদিকে, KKR-এর এই সিদ্ধান্ত সেই সময়ে তুমুল সমালোচনার উদ্রেক করে। যদিও, কলকাতা নাইট রাইডার্স এবার ফেরা এমন একটি কাণ্ড ঘটিয়েছে যার পরিপ্রেক্ষিতে ফের শুরু হয়েছে সমালোচনা। শুধু তাই নয়, KKR অনুরাগীরাও রীতিমতো রেগে গিয়েছেন।

KKR (Kolkata Knight Riders)-এর এই কাজে ফের “অপমানিত” আইয়ার:

ঠিক কী ঘটেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২৬ মে, ২০২৪ সালে KKR (Kolkata Knight Riders) তাদের তৃতীয় IPL ট্রফি জিতেছিল। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার অর্থাৎ ২৬ মে ওই ট্রফি জয়ের বর্ষপূর্তি ছিল। এই আবহে KKR-এর অফিসিয়াল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে শ্রেয়স আইয়ারকে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি, পোস্টে শ্রেয়সের কোনও নামও উল্লেখ ছিল না।

এদিকে, চলতি মরশুমে শ্রেয়স পাঞ্জাব কিংসের হয়ে খেললেও KKR (Kolkata Knight Riders)-এর এহেন কাজের পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ইতিমধ্যেই শ্রেয়স আইয়ার তাঁর দল পাঞ্জাব কিংসকে প্লে-অফের লড়াইতে শীর্ষ ২ স্থানে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে, KKR-এর আইয়ারের প্রতি এহেন মনোভাবের সমালোচনা করেছেন অনুরাগীরাও।

আরও পড়ুন: আইন নিয়ে পড়তে চান? পড়ুয়াদের জন্য নয়া দিগন্তের উন্মোচন করছে সরসুনা ল কলেজ, জানুন বিশদে

যে ছবিটি KKR (Kolkata Knight Riders) পোস্ট করেছে সেখানে ট্রফির সাথে নারিন, রাসেল, ভেঙ্কটেশ, রিঙ্কুদের দেখা গেলেও শ্রেয়স আইয়ারকে দেখা যায়নি। এমতাবস্থায়, করণ সিং নামে একজন ব্যবহারকারী লিখেছেন, “যে মানুষটি তার সর্বস্ব বিলিয়ে দিয়েছেন আপনার তার নামও বলতে পারবেন না? KKR ফ্রেমে আইয়ার কোথায়?” এদিকে, রাজীব নামে এক ব্যক্তি ট্রফির সাথে শ্রেয়স আইয়ারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “দলের অন্যান্য যেকোনও খেলোয়াড় বা ম্যানেজমেন্টের চেয়ে এই ট্রফিটি সর্বদা শ্রেয়স আইয়ারের হবে।”

আরও পড়ুন: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ কোথায় সরাসরি সম্প্রচারিত হবে? মিলল আপডেট

এদিকে, এই পোস্টে জেসন নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, “জয়ের কথা স্মরণ করার সময় ক্যাপ্টেনকেও স্মরণ করা উচিত”। অন্যদিকে, KKR (Kolkata Knight Riders) আরও একটি ছবি পোস্ট করেছে। সেখানেও, শ্রেয়স আইয়ারকে দেখা যাচ্ছে না। তবে পরে আরও কিছু ছবি পোস্ট করা হয়। যেখানে আইয়ারকে দেখা গিয়েছে। যদিও, পূর্বের করা পোস্টের পরিপ্রেক্ষিতে সমালোচনার সম্মুখীন হয়েই বিতর্ক এড়াতে পরে আইয়ারের ছবি রাখা হয় বলেই মনে করছেন নেটিজেনরা।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X