শুধু বাবা মা নয়, দাদু ঠাকুমার কাছেও রাখতে হবে নাতি নাতনিকে, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বেড়ে ওঠার সময় শিশুদের দাদু ঠাকুমার সঙ্গে সঙ্গও প্রয়োজন হয়। নাতি নাতনিদেরও তাঁদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা হতে পারে। দাদু ঠাকুমার সঙ্গে নাতি নাতনিদের সম্পর্ক মজবুত হয়। দাদু ঠাকুমার মুখে রূপকথার গল্প শোনা একজন শিশুর বেড়ে ওঠাটাকে আরো সুন্দর করে তোলে। একজন শিশুর কথা শুনেই এমন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। একটি মামলার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করে হাইকোর্ট।

শিশুদের দাদু ঠাকুমার সঙ্গে থাকার কথা বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

মেয়েকে দিন পনেরোর জন্য নিজের কাছে রাখার জন্য আবেদন করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অট বছর বয়সী এক শিশুকন্যার বাবা। সেই মামলার রায়ে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য বলেন, দাদু ঠাকুমারা নাতনি নাতিদের নিজেদের জীবনের গল্প শোনান। রূপকথার দেশের গল্প শোনান। একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। দাদু ঠাকুমার মধ্যে ইতিবাচক সম্পর্ক শিশুমনে ভালো প্রভাব ফেলে।

Calcutta high court said grandchildren should spend time with grandparents

মেয়েকে নিজের কাছে রাখার আবেদন বাবার: যে মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ, সেখানে মেয়েকে নিজের কাছে কয়েকদিন রাখতে চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হন বাবা। মা বাবা দুজনেই আলাদা থাকার দরুণ মেয়েটি তার মায়ের কাছেই থাকার সিদ্ধান্ত নেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে তিনদিন ভিডিও কনফারেন্স এবং একদিন মেয়ের সঙ্গে কথা বলার সুযোগ পান ওই ব্যক্তি। তবে বর্তমানে গরমের ছুটি চলায় মেয়েকে ১৫ দিন নিজের কাছে রাখতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তার বাবা। কিন্তু মেয়েটির মা আপত্তি তোলায় আলিপুর আবহাওয়া দফতরের দ্বারস্থ হন বাবা। তবে আলিপুর অতিরিক্ত জেলা বিচারক জানান, ২৮-৩০ তিনদিন বাবার কাছে থাকতে পারবে মেয়েটি।

আরো পড়ুন : নেতাজির অবদান স্মরণ থেকে রামকৃষ্ণ মিশন দর্শন, সিঙ্গাপুরের মাটিতেও বাঙালিয়ানার আবেগ ছড়ালেন অভিষেক

কী জানাল হাইকোর্ট: নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শিশুকন্যার মা। শুক্রবার মামলার শুনানির সময় মেয়েটির বাবার আইনজীবী জানান, ওই কদিন মেয়েটির দাদু ঠাকুমাও তাদের সঙ্গে থাকবেন। তাই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেই অসে হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ।

আরো পড়ুন : গায়ে মলিন টিশার্ট-ঝাঁকড়া চুল, জিয়াগঞ্জে ধরা দিলেন এক ‘অন্য’ অরিজিৎ! ভিডিও করতেই যা ঘটল…

উল্লেখ্য, আলিপুর নিম্ন আদালত এর আগে শিশুকন্যাটির সঙ্গেও আলাদাভাবে কথা বলেছিল। সেই প্রেক্ষিতে এদিন হাইকোর্ট জানায়, শিশুটি বুদ্ধিমতী। এর আগেও বাবার সঙ্গে তিন দিন কাটিয়েছে সে। বাবার সঙ্গে ১৫ দিন থাকতে তার সমস্যা নেই। তবে মা সঙ্গে থাকথে ব্যাপারটা আরও ভালো হত বলেও জানিয়েছে ওই শিশুকন্যা। এমতাবস্থায় দীর্ঘ ১৫ দিন মায়ের থেকে শিশুকে দূরে থাকা যাবে না বলেই পর্যবেক্ষণ আদালতের। তাই সময় কমিয়ে তিন দিনে নামিয়ে আনা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X