বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক, ট্রোলকে সঙ্গী করেই দিব্যি এগিয়ে চলেছে ‘মিঠিঝোরা’র (Serial) গল্প। তিন বোনের কাহিনি নিয়ে শুরু হওয়া জি বাংলার সিরিয়ালটি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে। বহু উত্থান পতন এসেছে গল্পে। টিআরপিতে নম্বরেরও ওঠানামা দেখেছেন দর্শক। মাঝে একাধিক বার সিরিয়ালের (Serial) শেষ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু সমস্ত জল্পনা থামিয়ে দিয়ে এখনো চলছে সিরিয়ালটি। এর মাঝেই জানা গেল, আবারও গল্পে বড় বদল আসতে চলেছে মিঠিঝোরায়।
কী চলছে মিঠিঝোরা সিরিয়ালে (Serial)?
বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা রাইয়ের শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে অনির্বাণ। অন্যদিকে নীলুকে বাঁচাতে বড় ঝুঁকি নিতে চলেছে স্রোত। এমন পরিস্থিতিতে খুব শীঘ্রই গল্পে নতুন মোড় আসতে চলেছে বলে খবর। আসলে রাই ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি শুরু করতে চলেছেন সৃজিত মুখার্জীর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র শুটিং। সেই সময় কিছুদিনের জন্য অনুপস্থিত থাকবেন আরাত্রিকা। তাই দর্শক ধরে রাখতে গল্পে এবার নির্মাতারা নতুন মোড় আনতে চলেছেন বলে খবর।
ফের বদলাবে গল্প: গুঞ্জন শোনা যাচ্ছে, সিরিয়ালে (Serial) আবারও একটি নতুন চরিত্রের আগমন হতে চলেছে। অনির্বাণের পুরনো কোনো এক বান্ধবী নাকি আবারও এন্ট্রি নিতে চলেছে গল্পে। যদিও ওই চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি। এই চরিত্রের জন্য অভিনেত্রীর খোঁজ চলছে বলে জানা যাচ্ছে।
আরো পড়ুন : গায়ে মলিন টিশার্ট-ঝাঁকড়া চুল, জিয়াগঞ্জে ধরা দিলেন এক ‘অন্য’ অরিজিৎ! ভিডিও করতেই যা ঘটল…
বড়পর্দায় ডেবিউ আরাত্রিকার: এমন পরিস্থিতিতে অবশ্য এর আগেও পড়েছে বিভিন্ন সিরিয়াল (Serial) নির্মাতারা। কোনো কারণে মুখ্য নায়ক নায়িকারা উপস্থিত থাকতে না পারলে গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া হয়। এবারও তেমনটাই করা হবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : শুধু বাবা মা নয়, দাদু ঠাকুমার কাছেও রাখতে হবে নাতি নাতনিকে, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
প্রসঙ্গত, ছোটপর্দার খ্যাতিতে ভর করেই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন আরাত্রিকা, গুঞ্জন বলছে তেমনটাই। শোনা যাচ্ছে, ছবিতে শ্রীচৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় নাকি অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আরাত্রিকা একা নন, লহ গৌরাঙ্গের নাম রে ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক করতে চলেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় নায়ক দিব্যজ্যোতি দত্তও।