“হাঁ” হয়ে দেখল চিন-পাকিস্তান! টাটা গ্রুপের সাথে বিরাট চুক্তি ইউরোপের এই কোম্পানির, ভারতে হবে…..

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অপারেশন সিঁদুরের সময়ে “মেড ইন ইন্ডিয়া” অস্ত্রগুলি বাজিমাত করে। এরপরই, বর্তমানে অনেক বিদেশি কোম্পানি ভারতের (India) প্রতিরক্ষা খাতে আগ্রহ দেখাচ্ছে। সম্প্রতি, রাশিয়া এবং ইজরায়েলের পর, এখন একটি ইউরোপিয় কোম্পানিও ভারতে কাজ করতে চলেছে। জানা গিয়েছে, ওই কোম্পানিটি টাটা গ্রুপের সহযোগিতায় কাজ করবে। জানিয়ে রাখি যে, ইউরোপিয় বিমান সংস্থা এয়ারবাস এবং টাটা গ্রুপের এ্যারোস্পেস শাখা টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) একসাথে একটি বড় কাজ করতে চলেছে।

সবাইকে চমকে দিল ভারত (India):

তারা কর্ণাটকের কোলারে H125 হেলিকপ্টারের জন্য ফাইনাল অ্যাসেম্বলি লাইন (FAL) স্থাপন করবে। যেটি হবে ভারতের (India) প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি ফেসিলিটি। এটি সরকারের “মেক ইন ইন্ডিয়া” অভিযানের জন্য একটি বড় সাফল্য। যার মাধ্যমে সরকার এ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে।

European company has a huge deal with the Tata Group India.

চিন-পাকিস্তানের নামও নেই: জানা গিয়েছে, ওই কারখানাটি এয়ারবাসের সর্বাধিক বিক্রিত H125 হেলিকপ্টার তৈরি করবে। এই হেলিকপ্টারগুলি ভারত (India) এবং প্রতিবেশী দেশগুলির জন্য তৈরি হবে। ফ্রান্স, আমেরিকা এবং ব্রাজিলের পরে এটি হবে এই ধরণের বিশ্বের চতুর্থ ফেসিলিটি। অর্থাৎ, চিন, পাকিস্তান এবং তুরস্ককে এদিক থেকে টেক্কা দিয়েছে ভারত। প্রাথমিকভাবে, প্রতি বছর ১০ টি হেলিকপ্টার তৈরির ক্ষমতা থাকবে। কিন্তু, এয়ারবাস আশা করছে যে আগামী ২০ বছরে ভারত এবং দক্ষিণ এশিয়ায় ৫০০ টি H125 ক্লাসের হালকা হেলিকপ্টারের চাহিদা থাকবে। তাই এটি আরও সম্প্রসারিত হবে।

আরও পড়ুন: IPL-এর সমাপ্তি অনুষ্ঠানে দুর্ধর্ষ চমক! অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে বড় পরিকল্পনা BCCI-র

কী কারণে কর্ণাটককে বেছে নেওয়া হল: সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, এই প্ল্যান্টটি ভেমগাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় স্থাপন করা হবে। ওই স্থানটি বেঙ্গালুরু থেকে প্রায় ২ ঘন্টা দূরে রয়েছে। TSSL-এর ইতিমধ্যেই সেখানে অন্যান্য ফেসিলিটি রয়েছে। যার মধ্যে একটি স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও রয়েছে। সূত্র জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাটের মতো বেশ কয়েকটি স্থান থেকে কর্ণাটককে নির্বাচিত করা হয়েছে। কারণ ওই রাজ্যে ইতিমধ্যেই এ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ভালো ব্যবস্থা রয়েছে। এদিকে, অন্ধ্র প্রদেশের অনন্তপুরও ছিল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ওই স্থানটি কিয়া মোটরসের উৎপাদন ইউনিট হওয়ার পর এটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। কিন্তু কর্ণাটককে বেছে নেওয়া হয়েছে কারণ, সেখানে TASL-এর একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম রয়েছে। পাশাপাশি, TASL-ই প্ল্যান্টটি তৈরি করবে।

আরও পড়ুন: বাংলাদেশে জমছে খেলা! ইউনূসের চাপ বাড়ালেন তাঁরই উপদেষ্টা, ভারতের বিরুদ্ধে উগরে দিলেন বিষ

টাটার বড় পদক্ষেপ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটার কোম্পানি সম্প্রতি কর্ণাটকের ভেমগল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ৭.৪ লক্ষ বর্গফুটের একটি প্লট কিনেছে। সেখানে একটি বিমান ম্যানুফ্যাকচারিং এবং ফাইনাল অ্যাসেম্বলি লাইন স্থাপন করা হবে। যার মধ্যে রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল (MRO) সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এদিকে, এই প্রকল্পের সাথে যুক্ত একজন ব্যক্তি বলেন, ওই স্থান তাদের লজিস্টিক ফেসিলিটি, সম্প্রসারণের সম্ভাবনা, দক্ষ কর্মীর সহজলভ্যতা এবং রাজ্য সরকারের প্রতিশ্রুতি সহ অন্যান্য ইতিবাচক দিককে প্রাধান্য দিয়েই নির্বাচন করা হয়।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X