এবার বোরখা দিয়ে মুখ আড়াল করলেই কড়া আইনি ব্যবস্থা

 

বাংলা হান্ট ডেস্ক ঃ বোরখা দিয়ে নিজেদের মুখ ঢেকে রাখা মুসলিম মেয়েদের খানিকটা নিয়মের মধ্যেই পড়ে। তবে এবার থেকে বোরখা দিয়ে মুখ ধাকলেই মিলবে কড়া শাস্তি। বোরখা দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ করলো নেদারল্যান্ডস। জানা গিয়েছে, নিয়মের খেলাফ করে কেউ যদি বোরখা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

   

 

প্রসঙ্গত, প্রায় দশ বছর ধরে রাজনৈতিক পর্যালোচনার পর ২০১৮ সালের জুন মাসে নেদারল্যান্ডে বোরখা ও নিকাব দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ ঘোষিত হয় । ২০১৮ সালে ঘোষিত হলেও সম্প্রতি কার্যকর হয় এই আইন।

saudi women 01 1

প্রকাশ্যে যাতে সকলের মুখ চেনা যায় সেই কারণেই সিদ্ধান্ত নেদারল্যান্ডসে। এবার থেকে বোরকা বা নিকাব কিছু দিয়েই মুখ ঢাকতে পারবেন না নেদারল্যান্ডসের মুসলিম মহিলারা।

সম্পর্কিত খবর