নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

 

রাজীব মুখার্জী, হাওড়া

গতকাল থেকে নিখোঁজ ছিল সেন্ট জেভিয়ার্সের ছাত্র ঋষিক কোলে। পরিবারের লোকজন একাধিক জায়গায় তার খোঁজ করেও কোনও সন্ধান পাননি। এদিকে গতকাল দুপুরে সাড়ে বারোটা নাগাদ উত্তরপাড়া ও হিন্দমটর স্টেশনের মাঝখান থেকে উদ্ধার হয় এক যুবকের নিথর মৃতদেহ। শুরু হয় পুলিশি তদন্ত। মৃতের পরিচয় জানার চেষ্টা করে। সেই তদন্তের সূত্রেই জানা যায় ওই পড়ুয়া সিঙ্গুরের বাসিন্দা। সেন্ট জেভিয়ার্সের ছাত্র। এরপর মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বেলুড় জিআরপিতে এসে মৃতদেহ সনাক্ত করেন।

IMG 20190803 133945

পুলিশের প্রাথমিক অনুমান, বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা ছাত্র সেন্ট জেভিয়ার্সের ইংরেজি মাধ্যমের চাপ নিতে না পারার কারণে মানসিক অবসাদে ভুগছিল। যে কারণেই আত্মহত্যা। তবে প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

সম্পর্কিত খবর