সেনা ছাওনিতে ভিকি কৌশল।ভারতীয় জওয়ানদের জন্য রুটি বানালেন অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : অভিনেতা ভিকি কৌশল সেনা জওয়ানদের রাঁধুনির কাছ থেকে রান্না শিখছে। যেখানে তিনি গোল হাত রুটি বানানোর ট্রেনিং নিচ্ছে বলে জানিয়েছেন ভিকি।ভারত-চীন সীমান্তে তাওয়াং সেনা ছাওনি বেশকিছুদিন জওয়ানদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আর সেখানে গিয়ে রাঁধুনি হয়ে গেলেন অভিনেতা।

Screenshot 20190803 175324 Facebook

তার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সেনার মতই পোশাক পরে সকলের জন্য রুটি তৈরিতে হাত লাগান ভিকি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন জীবনে প্রথমবার রুটি বানাচ্ছেন তিনি।

প্রসঙ্গত ভিকির এই পোস্ট দেখে তাঁকে ‘গোল রুটি’ চ্যালেঞ্জ ছুঁড়েছে সেলিব্রিটি সেফ সারাংশ গোয়েলা।খুশির ঢল নেমেছে মহিলা ভক্তদের মাঝেও। তাতে একজন কমেন্ট করেছে “Perfect husband material” and “Marry me”.

Screenshot 20190803 181227 Facebook

সম্পর্কিত খবর