বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে কলকাতায় এসেছিলেন অমিত শাহ, সেদিন শহরের খ্যাতিনামা কলকাতার বিদ্যাসাগর কলেজে, বিদ্যাসগরের মূর্তি ভাঙার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে, উঠেছিল সমালোচনার ঝড়। কিন্তু এই ঘটনার পরেও রাজ্যে মূর্তি ভাঙ্গার প্রচলন বহাল তবিয়তে চলছে। রবিবার হুগলির উত্তরপাড়ার নেতাজি ভবনের সামনে ভাঙা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়।
এদিন সকালে স্থানীয় বাসিন্দারা নেতাজি ভবনের বাইরে লক্ষ্য করেন স্থাপিত নেতাজির আবক্ষ মূর্তিটি বেদি থেকে ভেঙে ভূপাতিত হয়ে মাটিতে পড়ে আছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি সংলগ্ন উত্তরপাড়া বাজার অঞ্চলে, ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকার পুরপ্রধান দিলীপ যাদবও আসেন সেখানে।
পুরপ্রধান অভিযোগ জানিয়েছেন, বিজেপি সমর্থকরা রাতের অন্ধকারে এই কুকর্ম ঘটিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি, উল্টে তারা পালটা অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে এই ঘটনার প্রতিবাদ জানাতে, এলাকায় একটি মিছিল করে মূর্তি প্রতিস্থাপনের দাবিতে। অন্যদিকে তৃণমূলের জানিয়েছে, আগামী ১৫ অগাস্টের মধ্যে ফের যথাস্থানে বসানো হবে নেতৃজির মূর্তিটি।
যদিও এই ঘটনার প্রাথমিক তদন্ত করে পুলিশের অনুমান, চলতি শ্রাবণ মাসে ভোলে বাবার দর্শন করতে যাওয়া তারকেশ্বর যাত্রীরা, নেতাজি ভবনের ঠিক সামনে জিটি রোড দিয়ে সারি বেধে কাঁধে বাঁক নিয়ে যায়। তাদেরই মধ্যে কারোর ধাক্কায় নেতাজি মূর্তি ভেঙেছে বলে পুলিশের অনুমান।