বেলুরমঠে এলেন রাজ্যপাল

 

পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের জন্য বেলুড় মঠে আসেন রাজ্যপাল জাগদীপ ধানকার। বেলুরমঠে এসে আজ তিনি বেলুড় মঠের মূল মন্দিরে গর্ভগৃহ দর্শন করেন। সেখান থেকে বেড়িয়ে তিনি বেলুড় মঠের প্রধান মহারাজের সাথে দেখা করেন।

 

তার সাথে কিছুক্ষনের আলাপচারিতা সারেন। বেলুড় মঠ থেকে বেরিয়ে আসার আগে তিনি জানান যে এর আগেও তিনি বেলুড় মঠে এসেছেন। কখনো একা কখনো সস্ত্রীক এসেছেন।

IMG 20190804 201356 1

তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বলেন আমি খুব গর্বিত বোধ করছি বেলুড় মঠে এসে। বেলুড় মঠের যেকোনো প্রয়োজনে আমি থাকবো। আমি আবার বেলুড় মঠে আসবো।

সম্পর্কিত খবর