বাংলা হান্ট ডেস্কঃ যোগ গুরু বাবা রামদেব বলেন, খুব শীঘ্রই ওই দিন আসবে, যেদিন দেশে এক সংবিধান আর এক আইন চালু হবে। উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর নেতৃত্বে এই দিন খুব শীঘ্রই দেখতে চলেছে দেশবাসী। উনি আরও বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানো খুব দরকার। স্বামী রামদেব রবিবার হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে আয়োজিত আচার্য বালকৃষ্ণ এর জন্মদিবস সমারোহ এর পর সাংবাদিকদের সাথে কথা বলেন।
স্বামী রামদেব বলেন, কাশ্মীরের এই সমস্যা বিগত ৭০ বছর ধরে কংগ্রেস সরকার জটিল করে রেখেছে। এটা বিশ্বের কোন দেশেই দু দুটো আইন লাগু নেই। শুধুমাত্র ভারতেই আছে! স্বামী রামদেব বলেন, এবার কেন্দ্র সরকারের উচিত কাশ্মীর থেকে ৩৭০ ধারা আর ৩৫-এ তুলে দেওয়া। বাবা রামদেব বলেন, কাশ্মীর আর কংগ্রেসে যেসব নেতা এই ধারা গুলো হটানোর বিরোধিতা করেছে, তাঁরা সবাই দেশদ্রোহী। স্বামী রামদেব জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, দেশের অখন্ড একতার জন্য দরকার দেশে এক সংবিধান, এক ঝাণ্ডা আর একটি এজেন্ডা।
বাবা রামদেব পাক অধিকৃত কাশ্মীর নিয়ে দেশবাসীকে একটু ধৈজ্য ধরতে বলেন। রাম মন্দির নিয়ে বলতে গিয়ে স্বামী রামদেব বলেন, আমি এর আগেই বলেছিলাম যে, সুপ্রিম করত দ্বারা গঠিত মধ্যস্থতা কমেটি কিছুই করতে পারবেনা। তাঁরা শুধুমাত্র সময় বর্বাদ করছে, আর এবার আমার আশঙ্কা সত্য প্রমাণিত হল।