বাতিল ৩৭০ ধারা! নিজের জামা ছিঁড়ে, সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে, বিক্ষোভ দেখালেন পিডিপি সাংসদ

বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র। ইতিমধ্যেই রাষ্ট্রপতি সই করেছেন ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে। এই প্রস্তাবে তুমুল বচসা ও গোলমাল বেধেছে রাজ্যসভায়। সরকারের এমন প্রস্তাব দেশের সংবিধানকে হত্যা করেছে, এমনই অভিযোগ তুললেন বিরোধীরা।

সরকারের এই ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরোধিতা করে পিডিপি সাংসদ মির মহম্মদ ফায়াজ নিজের জামা ছিঁড়ে, সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালেন। এই ঘটনার জেরে হতচকিত হয়ে যান সংসদে উপস্থিত সদস্যরা। ক্ষুব্ধ চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ফায়াজকে বেরিয়ে যেতে বলেন সভা থেকে।

EBL bDJXUAAY Vc

সংসদ ভবন থেকে বেরিয়ে বিক্ষোভ দেখায় ফায়াজ। রাজ্যসভার বাইরে বেরিয়ে ও তুমুল প্রতিবাদের মাধ্যমে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেন তিনি। প্রতিবাদ জানাতে নিজের জামাও ছিঁড়ে ফেলেন।

রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদ অভিযোগ জানান, সংবিধানকে হত্যা করেছে মোদী সরকার। তিনি আরও বলেন ‘দেশের সংবিধানের পাশে আমি সব সময় রয়েছি, এর জন্য প্রাণ দিতেও আমি প্রস্তুত। কিন্তু সংবিধানকে হত্যা করেছে বিজেপি।’ অন্যদিকে, পিডিপি সংসদের ওই কাজের তীব্র নিন্দা করেন গুলাম নবি আজ়াদ, তিনি বলেন, ‘পিডিপি সাংসদ মির ফায়াজ ও নাজির আহমেদ সংবিধানের প্রতিলিপি ছোঁড়ার এই প্রচেষ্টা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। আমরা সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর