Article 370: হাজার হাজার শহীদদের সাথে সাথে, আজ স্বপ্ন পূর্ণ হল শ্যামাপ্রসাদ মুখার্জীরও

বাংলা হান্ট ডেস্কঃ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা খতম করার নির্ণয়কে সমর্থন করে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় মহাসচিব তথা কাশ্মীর বিজেপির প্রধান নেতা রাম মাধব বলেন, অবশেষে ভারতের সমস্ত রাজ্য গুলোকে এক করার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্ন পূরণ হল। উনি বলেন, দেশের প্রতিটি রাজ্যের সাথে জম্মু কাশ্মীরকে এক করার দাবি অনেক বছর ধরেই চলে আসছে।

https://twitter.com/rammadhavbjp/status/1158255118124343297

সংসদে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর ঘোষণা পর রাম মাধব ট্যুইট করে লেখেন, ‘আজ ভারতীয়দের জন্য অনেক গর্বের দিন। অবেশে আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর সমেত হাজার হাজার শহীদদের জম্মু কাশ্মীরের পূর্ণ বিলয়ের স্বপ্ন পূরণ হল, আর দেশে জনতার সাত দশক থেকে ওঠা দাবি আজ সন্মান পেলো। এটা কি কেউ কখনো ভেবেছিল?”

hunt 20

রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ সোমবার বলেন, ৩৭০ ধারা আর জম্মু কাশ্মীরে লাগু হবেনা। অমিত শাহ রাজ্যসভায় তিনটি সংকল্প রেখেছিলেন। প্রথম সংকল্প ছিল, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানো, দ্বিতীয় সংকল্প আর্টিক্যাল ৩৫-এ কে খতম করা। আর তৃতীয় সংকল্প জম্মু কাশ্মীরকে কেন্দ্র শাসিত রাজ্য বানানো। অমিত শাহ এর এই সিদ্ধান্তের পর জম্মু কাশ্মীর থেকে এবার লাদাখ আলাদা হয়ে গেলো। লাদাখ এবার কেন্দ্র শাসিত রাজ্যের তকমা পেলো। জম্মু কাশ্মীরও এবার আর রাজ্য রইল না। সেটিকেও কেন্দ্র শাসিত প্রদেশ বানিয়ে দেওয়া হল। সরকারের এই নির্ণয়ের পর দেশ জুড়ে খুশির হাওয়া বইছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর