কিছুদিন আগে #me too বিতর্কে তনুশ্রী দত্ত মন্তব্য করেছিলেন। বলিউডের বিখ্যাত অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। এই সোমবার ধর্ষণ কাণ্ড নিয়ে তনুশ্রী দত্ত তার মত প্রকাশ করেন,”আমাদের দারুণ দেশটিতে ধর্ষণ দিনে দিনে মহামারি আকার ধারণ করছে! ভারত বিষয়ক খবরের বড় একটা অংশই থাকে ধর্ষণ নিয়ে”। এছাড়াও তার মতে,নারীদের বিষয়ে পুরুষের মানসিকতায় পরিবর্তন আনা উচিত।এই নিয়ে তিনি বললেন,”মানসিকতাই সব সমস্যার মূল। চোখ খুলে জাতির অন্ধকার দিক বুঝতে চেষ্টা করুন। আপনাদের কারণে শহর থেকে গ্রামে গ্রামে ধর্ষণ ছড়িয়ে পড়ছে”।
নারীদের প্রতি ভারতীয় সংস্কৃতির যে সংস্কার, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি,”প্রায়ই পোশাকের কথা বলা হয়।অথচ পৃথিবীতে এমনও অঞ্চল আছে যেখানে সৈকতে নারীরা খোলামেলাভাবে শুয়ে থাকেন, কিন্তু ধর্ষণের অভিযোগ পাওয়া যায় না”।
তিনি মনে করেন,”ধর্ষণ, হতাশা, মাদক, আত্মহত্যা তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে। এসব কেন হচ্ছে? মানুষের থেকে কী আপনার কাছে ধর্মীয়, সামাজিক মূল্য বেশি?”
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার