ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের মুখ করার লক্ষ্যে ভারতীয় দল।

 

বাংলা হান্ট ডেস্ক:বিশ্বকাপে সেমি ফাইনালে বাদ পড়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রতি মরিয়া হয়ে উঠেছিল ভারতীয় ব্রিগেড আর সেখানেই কেল্লাফতে।এই সফরে পর পর দুটি ম্যাচ জিতে মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নিজের দখলে নিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া।এবার আজ গায়ানায় সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারতীয় দল।

তবে শেষ ম্যাচে কিছু রদ বদল করতে পারে ভারতীয় দল।প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় ঋষভ পন্থকে বসিয়ে সেই জায়গায় দলে খেলতে পারে লোকেশ রাহুল।রাহুলের উইকেটকিপিং করার সম্ভাবনাও দেখা দিয়েছে। আবার এই সম্ভাবনাও দেখা দিয়েছে যে ঋষভকে দলে রেখে শিখর ধাওয়ানের পরিবর্তে ওপেনিংয়ে ফিরতে পারেন রাহুল। কারন, প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে শুরু করেও বড় রান পাননি শিখর ধাওয়ান। অন্যদিকে দীপক চাহার এবং রাহুল চাহার সুযোগ পেতেই পারে। নভদীপ সাইনির পরিবর্তে সুযোগ পেতে পারেন দীপক চাহর। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর কিংবা রবীন্দ্র জাদেজার জায়গায় দলে আসতে পারেন রাহুল চাহর। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন শ্রেয়স আইয়ারও। মনীশ পাণ্ডের বদলে শ্রেয়স আইয়ারকেও স্থান দিতে পারে ভারতীয় দল।

তবে যা ই হোক ওয়েস্ট ইন্ডিজ দলের মুখ কালো করার উদ্দেশ্যেই এবার মাঠে নামছে ভারতীয় দল।

সম্পর্কিত খবর