লাদাখ প্রসঙ্গে ভারতকে সতর্ক করল চীন

বাংলাহান্ট ডেস্ক: চীন জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের সিদ্ধান্তকে বলে দাবি জানিয়েছেন। কেন্দ্র সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে এসেছে।

জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯ বিল এ জম্মু ও কাশ্মীরকে দুভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা বলা হয়েছে। অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

images 76 2

এই বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি আলাদা বিবৃতি পেশ করেছেন। চীনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয় ‘সীমান্তের সাথে কথা বলা ও কর্মকান্ড ঠিক করার ব্যাপারে সতর্ক হচ্ছে না ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি। দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল তা মেনে চলার জন্য এবং সীমান্ত ইস্যু হলো আরো জটিল করে তুলবে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

লাদাখকে বেইজিং নিয়ন্ত্রন করলেও ভারত বরাবর লাদাখকে নিজেদের এলাকা বলে দাবি করেছে। লাদাখকে ভারতের কেন্দ্রশাসনের আওতায় নিয়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়ে এক বিবৃতিতে বলা হয়,’চীন ভারত সীমান্তের পশ্চিমাংশে ভারতের প্রশাসনিক এক্তিয়ারের মধ্যে চিনা এলাকার অন্তর্ভুক্তি নিয়ে বরাবরই বিরোধিতা করে আসছে বেইজিং। এই অবস্থানটি দৃঢ়,অবিচল ও কখনো পরিবর্তন হয়নি। সম্প্রতি দেশের অভ্যন্তরীণ আইন সংশোধনের মধ্য দিয়ে ভারতীয় পক্ষ একতরফাভাবে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ক্ষুন্ন করে যাচ্ছে। ‘

সম্পর্কিত খবর