অমিতাভ বচ্চনের শোকপ্রকাশ,সুষমাজির মৃত্যুতে তিনি শোকাহত

বাংলা হান্ট ডেস্ক : প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত গোটা দেশ। কাশ্মীর ঘটনায় তাঁর ইচ্ছেপূরণ প্রকাশ করেন তিনি তারপর তাঁর এই হঠাৎ মৃত্যুতে শোকাহত তারকারাও। রাজনৈতিক মতাদর্শ হয়ত এক নয় তবে মানুষ হিসাবে সুষমা স্বরাজের প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। সুষমা স্বরাজের মৃত্যুর খবর শোকপ্রকাশ করেছেন কমবেশি সব বলি তারকারাই।

শোকজ্ঞাপন করে অমিতাভ বচ্চন লিখেছেন, ” ভীষণই দুঃখের খবর। একজন ভীষণই গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, ভীষণই মিশুকে একজন মানুষ। ওনার আত্মার শান্তি কামনা করি।”

Screenshot 20190807 145713 Samsung Internet

Amitabh Bachchan

✔@SrBachchan

एक अत्यंत दुखद समाचार ! एक बहुत ही प्रबल राजनीतिज्ञ , एक मिलनसार व्यक्तिव , एक अद्भुत प्रवक्ता । आत्मा की शांति के लिए , प्रार्थना
https://twitter.com/MosesSapir/status/1158833526474792963 …

তবে বিগ-বি শুধু বিদেশমন্ত্রী আত্মার শান্তিকামনাই করেননি তিনি আরো বলেছেন সুষমা স্বরাজের মতো ব্যক্তিত্ব, মানুষের প্রশংসা করেও বেশকিছু টুইট করেছেন। লিখেছেন, ” উনি একজন মৃদুভাষী, নিজের বক্তব্য দিয়ে অন্যকে সম্মোহিত করারও যোগ্যতা রাখতেন। উনি ভীষণই মিশুকে একজন মানুষ ছিলেন। সুষমাজীর জায়গা কেউই কখনও পূরণ করতে পারবেন না।”

Amitabh Bachchan

✔@SrBachchan

“मृदुभाषी, सम्मोहक वक्ता,
मिलनसार, दुखहर्ता।
सुषमाजी जैसों का रिक्त स्थान कभी नहीं भरता।।” ~ Ef v https://twitter.com/NadkarAmit/status/1158953084975845377

আরো মন ছুঁয়ে গেছে তিনি প্রাক্তনমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ কবিতাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

कवि महाशय विकास@VikasbansalEF

पत्थर सी मज़बूत, ग़ज़ब थी उनकी कार्य क्षमता
हिन्दुस्तान के फलक पर व्यक्तित्व है चमकता

नारी शक्ति का सशक्त उदाहरण थी सुषमा जी
बना देती थी वो काम जो किसी से न था बनता

सुषमा जी को बहुत बहुत नमन और श्रद्धांजलि ॐ शांति ॐ

विकास बंसल ( फ़रीदाबाद ) @SrBachchan

সম্পর্কিত খবর