প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একতা কাপুর।

 

বাংলা হান্ট ডেস্ক : প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজনৈতিক জগৎ থেকে সিনেমা জগৎ সকলে।শোকস্তব্ধ গোটা দেশ।  অমিতাভ বচ্চন, করণবীর বোহরা, ঋতুপর্ণা সেনগুপ্ত, থেকে অপর্ণা সেন সকলেই শোক প্রকাশ করে নিজের বক্তব্য রেখেছেন। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন একতা কাপুরও।

তিনি বলেন, কেরিয়ার শুরু করার সময় সুষমা স্বরাজের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন তিনি। পুরনো স্মৃিচারণ করে তিনি বলেন জীবনের প্রথম পুরস্কারের কথা যা তিনি গ্রহণ করেছিলেন সুষমা স্বরাজের হাত থেকে। তিনি আরও বলেন যে মহিলাদের উন্নয়নের জন্য সুষমা স্বরাজ সারাজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেল বলেও তাঁর শোকবার্তায় লেখেন একতা কাপুর।

 

 

সম্পর্কিত খবর