প্রিয় দাদুর শেষ যাত্রায় শোকস্তব্ধ নাতি ঋত্বিক রোশান

 

বাংলা হান্ট ডেস্ক:প্রয়াত হলেন পরিচালক তথা প্রযোজক জে ওম প্রকাশ। পরিচালক ও প্রযোজক হিসাবে ‘আপকি কসম’, ‘আখির কৌন’, ‘আপনা বনা লো’, ‘আপনপন’, ‘আশা’, ‘অর্পণ’, সহ বহু সুপারহিট ছবি বানিয়েছিলেন জে ওম প্রকাশ।

বুধবার, সকালে দাদুর আকষ্মিক প্রয়ানের খবরে শোকস্তব্ধ হয়ে যায় আদরের নাতি ঋত্বিক রোশান। দাদুর মৃত্যুটা তাই তাঁর কাছে ভীষণই বেদনাদায়ক। খবরটা শোনা মাত্রই হৃত্বিক সোজা পৌঁছে যান দাদুর বাড়িতে। তবে একা নয়, তাঁর সঙ্গে পৌঁছোন প্রাক্তন স্ত্রী সুজান খান ও তাঁদের দুই ছেলে।

শেষ যাত্রায় তাকে কাধ দিলেন ঋত্বিক। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জীতেন্দ্র  সহ বলিউডের বেশকিছু তারকারা উপস্থিত ছিলেন এই শেষ যাত্রায়। দাদুর মরদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় হৃত্বিককে।সাথে কাদতে দেখা যায় প্রাক্তন স্ত্রী সুজানের কেও। কোনরকম বক্তব্য রাখার পরিস্থিতিতে নেই রোশন পরিবার।একদিনেই দেশ যে জোড়া ধাক্কা খেল তা বলাই যায়।

সম্পর্কিত খবর