ভারতকে পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের, ১৫ই আগস্ট পালন করা হবে কালা দিবস

বাংলাহান্ট ডেস্ক: জম্মু কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে পাকিস্তান। ভারতে থাকা পাকিস্তানের রাষ্ট্রদূত এর ফিরিয়ে নিতে চাইছে পাকিস্তান। একই সাথে ভারতের হাইকমিশনার কে পাকিস্তান থেকে বহিস্কৃত করা হবে।

images 94

ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করে ১৫ ই আগস্ট কালা দিবস এর ডাক দিয়েছে পাকিস্তান সরকার। ইমরান খান এদিন বলেন,’ যারা গান্ধীকে হত্যা করেছিল সেই দল আজ ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করছে। ওরা নিজেরাই নিজেদের দেশকে নষ্ট করছে। আমরা বিষয়টি ইউনাইটেড কাউন্সেলিং এ নিয়ে যাব। নিরাপত্তা পরিষদে আমরা বিষয়টি তুলে ধরবো। কাশ্মীরের যে সমস্যা দেখা দিয়েছে, সেটা এখন গোটা পৃথিবীর সমস্যা। কাশ্মীরের মানুষের সাথে অন্যায় করেছে বিজেপি সরকার। আর আমাদের উপর দোষ চাপানো হচ্ছে। ‘

ভারতকে হুঁশিয়ারি দিয়ে ইমরান জানান, ‘ওরা আমাদের উপর হামলা করতে পারে। আমরাও জবাব দিতে পারি। যুদ্ধ হলে ফলাফল কি হতে পারে সে বিষয়ে আমি যাচ্ছি না। আমরা এখনও চাই,সমস্যা সমাধান হোক আলোচনায়। ভারত কাশ্মীর সমস্যাকে বালাকোটের মতো পাকিস্তানের উপর চাপানো হচ্ছে। আজ কাশ্মীরের সমস্যা গোটা বিশ্ব দেখছে। কাশ্মীরে যা হচ্ছে গোটা মুসলিম সমাজের অপমান। আমরা কাশ্মীরের বঞ্চিত মানুষের পাশে আছি। ভারতের এই সিদ্ধান্ত কাশ্মীরের মানুষদের উৎখাত করবে।তবে আমরা এই নিয়ে থেমে থাকছি না। গোটা বিষয়টি নিয়ে আমরা আমেরিকার সাথে কথা বলবো। প্রয়োজনে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অভিযোগ জানাবো। আন্তর্জাতিক মহলে কাশ্মীর সমস্যা তুলে ধরব। সেই ভারতের মুখোশ খুলে দেব।’

সম্পর্কিত খবর