বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর মহারাজা হরি সিং এর ছেলে কর্ণ সিং মোদী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। উনি জানান, লাদাখকে কেন্দ্র শাসিত প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। উনি বলেন, ৩৫-এ ধারায় লিঙ্গ বৈষম্য হত। উনি বলেন, জম্মু কাশ্মীরের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে, সেতাই আমি চাই।
উনি বলেন, আমি মানি যে, সংসদে হঠাত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পষ্ট কথ বলতে গেলে, এই ধারা গুলোর সমস্ত দিক থেকে মানুষকে মুক্তি দিতে এখনো অনেক কটি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সংশোধন করতে হবে। উনি বলেন, আমার হিসেবে এর জন্য রাজনৈতিক বার্তার প্রক্রিয়া জারি রাখা দরকার। এখানকার দুটি প্রধান আঞ্চলিক দলকে রাষ্ট্র বিরোধী বলা অনুচিত হবে। ওই দলের কর্মীরা অনেক বছর ধরেই এখানে বলিদান দিয়ে আসছেন। উনি বলেন, আমি চাই যে এখানে তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক, আর রাজ্যে যেন আর কোন হিংসার ঘটনা না হয়।
Dr Karan Singh, Congress leader&son of Maharaja Hari Singh, on abrogation of Article 370: Ladakh's emergence as a Union Territory is to be welcomed…Gender discrimination in Article 35A needed to be addressed…My sole concern is to further welfare of all sections®ions of J&K pic.twitter.com/0w3ys484PC
— ANI (@ANI) August 8, 2019
গত সোমবার রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বলেন, ৩৭০ ধারা আর জম্মু কাশ্মীরে লাগু হবেনা। অমিত শাহ রাজ্যসভায় তিনটি সংকল্প রেখেছিলেন। প্রথম সংকল্প ছিল, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানো, দ্বিতীয় সংকল্প আর্টিক্যাল ৩৫-এ কে খতম করা। আর তৃতীয় সংকল্প জম্মু কাশ্মীরকে কেন্দ্র শাসিত রাজ্য বানানো। অমিত শাহ এর এই সিদ্ধান্তের পর জম্মু কাশ্মীর থেকে এবার লাদাখ আলাদা হয়ে গেলো। লাদাখ এবার কেন্দ্র শাসিত রাজ্যের তকমা পেলো। জম্মু কাশ্মীরও এবার আর রাজ্য রইল না। সেটিকেও কেন্দ্র শাসিত প্রদেশ বানিয়ে দেওয়া হল। সরকারের এই নির্ণয়ের পর দেশ জুড়ে খুশির হাওয়া বইছে।