মুকুলের হাত ধরে কি প্রসেনজিৎ যোগ দেবে বিজেপিতে, বলছেন নায়ক ঘনিষ্ঠরা

বাংলা হান্ট ডেক্স:টালিগঞ্জে কয়েক দিন ধরে শোনা যাচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কারণ হিসেবে বলা হচ্ছে, বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা এবং চলচ্চিত্র উৎসবের বৈঠকে অনুপস্থিতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, প্রসেনজিতের ঘনিষ্ঠ মহলে কান পাতলে উঠে আসছে অন্য কথা।তারা বলছে যে বিজেপিতে যোগদানের জন্য মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেছেন প্রসেনজিৎ- এমন তথ্য নাকি সম্পূর্ণ ভুল।

প্রসেনজিৎ সম্প্রতি একটি ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছিলেন এবং সেই বিমানে উঠে দেখেন মুকুল তার সহযাত্রী। তাই পরিচিত মানুষের সাথে কথা না বললে ভদ্রতা দেখাবে তাই তিনি কথা বলেছিলেন। তাদের কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি আলোচনা হয়নি রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি আলোচনা হয়নি। তারা নিজেদের গন্তব্যস্থলে যে যার মতো চলে যান। এরপর থেকে মুকুল রায়ের সঙ্গে প্রসেনজিতের আর দেখাও হয়নি ।

কিন্তু অনেকে বলছে,এদিকে সম্প্রতি রোজভ্যালি কেলেঙ্কারি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য প্রসেনজিৎকে তলব করে ইডি। এরপরই সামনে আসে মুকুল রায়ের সঙ্গে তার সাক্ষাতের কথা।

আবার অনেকে বলছে, মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কলকাতা চলচ্চিত্র উৎসবের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে প্রসেনজিৎকে। কারণ এখনো এই উৎসব নিয়ে কোনো চিঠি পাননি নায়ক।

সম্পর্কিত খবর