ভারতের বিপক্ষে গিয়ে নিজেই নিজের চরম বিপদ ডেকে আনল পাকিস্তান

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ ফের মোদী শাহর কূটনৈতিক চালে পা পাকিস্তানের।কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করার পর থেকে এমনেতেই যথেষ্ট চাপে পাকিস্তান। বলা বাহুল্য মোদীর চাপে রিতীমত ভয়ে পেয়ে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের পর ৩ পদক্ষেপ নেন ইমরান খান।

বিধানের ৩৭৯ নম্বর ধারা বাতিলের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান। আজ জাতীয় নিরাপত্তা কমিটি কে নিয়ে বৈঠক সারেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে ভারতকে চাপে ফেলতে পদক্ষেপ নেন পাক প্রধানমন্ত্রী।

১)ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ভালো না রাখা

২) দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ করা

৩)দু’দেশের মধ্যে চুক্তি গুলি পুনরায় পর্যালোচনা করা

ইমরান খানের এই পদক্ষেপের পর অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রী। তার মতে বিশ্বের কাছে বিপদজনক ছবি তুলে ধরার জন্য পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করতে চাইছে। তবে প্রতিবেশী দেশের এই প্রচেষ্টা কখনোই সফল হবে না বলেি জানিয়েছেন বিদেশমন্ত্রক। উল্টে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়ে নিজেই নিজের চরম বিপদ ডেকে এনেছে এমনটাই দাবি ভারতের।

X