বর্তমান কাশ্মীরের অবস্থান নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে অধীর চৌধুরী। পাল্টা জবাব অমিত শাহ এর

 

বাংলা হান্ট ডেস্ক:  ৩৭০ রদ নিয়ে রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক এবং নানান মন্তব্যের ঝড় ওঠে। বর্তমান কাশ্মিরের পরিস্থিতির সঙ্গে হিটলারের নাৎসি বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্পের তুলনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। অধীরের এমন বেঁফাস মন্তব্য বিরক্তি প্রকাশ করেন খোদ সনিয়া গান্ধী।

 

সংবাদ সংস্থা এএনআই-কে অধীর চৌধুরী বলেন,’লালকেল্লায় ভাষণে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, কাশ্মীরে গুলি চলবে না। কাশ্মীরিদের গলায় জড়িয়ে নেব। কিন্তু এখন  কনসেনট্রেশন ক্যাম্পের (নাৎসিবাহিনীর বন্দিশিবির) মতো অবস্থা। এমনটা কখনও হয়েছে? কাশ্মীরে অমরনাথ যাত্রা করতে পারেননি হিন্দুরা। আজ পর্যন্ত এমনটা হয়নি। দেশে এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে। ফলে ভারতের উপরে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে অন্যরা।’তিনি আরও বলেন, ‘কাশ্মীর কীভাবে অভ্যন্তরীণ সমস্যা হতে পারে। ১৯৪৮ সাল থেকে নজরদারি করছে রাষ্ট্রসঙ্ঘ।’ অধীরের এমন বেফাঁস মন্তব্যে কংগ্রেস কে ছোট করার সুযোগ পায় বিজেপি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীরও আমাদের। জম্মু-কাশ্মীর বলতে পাক অধিকৃত কাশ্মীরকেও বোঝাই। পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্রাণ দিয়ে দেব।’

 

তবে পরে আবার অধীর চৌধুরী সাফাই দিয়ে বলেন যে,কাশ্মীর দেশের অভ্যন্তরীণ বিষয়। রাষ্ট্রসঙ্ঘে নালিশ গেলে কীভাবে সরকার মোকাবিলা করবে, কেবল তা ই জানতে চেয়েছেনে তিনি।

সম্পর্কিত খবর