বাংলাহান্ট ডেস্ক: মালালা আন্তর্জাতিক মহলের কাছে কাশ্মীরের শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ আশা করব, দুর্গতদের রক্ষা করতে ব্যবস্থা নেবে সকল দক্ষিণ এশীয় নাগরিক,আন্তর্জাতিক মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে চুক্তিই হোক সবার আগে মানবিক অধিকার রক্ষা, শিশু ও মহিলাদের নিরাপত্তা এবং শান্তির দিকে জোর দিতে হবে।’
মালালা টুইট করে লিখেছেন, ‘কাশ্মীরের মানুষ সহিংসতার মধ্যে বাস করছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে,এমন কি যখন আমার মা বাবা ছোট ছিলেন তখন থেকেও। আমার দাদু দিদা যখন অল্প বয়সী ছিলেন তখন থেকেও। সাত দশক ধরে হিংসার মধ্যে দিয়ে বড় হয়েছে কাশ্মীরি শিশুরা।’ মালালা কাশ্মীরের শিশু ও মহিলাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।