বাংলা হান্ট ডেস্ক: পুরোহিত সম্মেলনের ডাক দিয়েছে তৃণমূল, বিজেপির পাল্টা জবাব দিতেই এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে বলেই ধরছে রাজনৈতিক মহল। আজ রানি রাসমণি রোডে আয়োজিত হয়েছে এই পুরোহিত সম্মেলন। গোটা রাজ্যের পুরোহিতরা যোগ দেবেন এই আয়োজনে। এই সম্মেলনকে ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি তৃণমূলের এই পুরোহিত সম্মেলনকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
পুরোহিত সম্মেলন এর প্রথম পর্ব শুরু হয়েছিল বীরভূমে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল লোকসভা ভোটের আগে বীরভূমে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিলেন। কিন্তু এবারে নতুন পরিকল্পনার সাহায্যে, রাজ্যব্যাপী পুরোহিতদের একজোট করার উদ্দেশ্যে রানি রাসমনি রোডে সম্মেলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসন্ন বিধানসভা ভোটে হিন্দুদের ভোট টানতেই তৃণমূলের এই কর্মসূচি। আজকের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের আয়োজিত এই পুরোহিত সম্মেলন নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি এই সম্মেলনকে ‘সবটাই ভোটবাক্সের রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন। দিলীপ ঘোষ সরাসরি তৃণমূলকে আক্রমণ করে বলেন, “বিজেপির দেখানো পথেই হাঁটছে তৃণমূল।”