গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় শ্বশুরবাড়ির ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মেদিনীপুর আদালত

 

পশ্চিম মেদিনীপুর:- এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় শ্বশুরবাড়ির ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মেদিনীপুর আদালত। ২০১৫ সালের ১৭ অক্টোবর খড়গপুর গ্রামীণের মালঞ্চের ঢেকিয়া গ্রামে পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রাখী চক্রবর্তী কে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারে তাঁর শ্বাশুড়ি তারারানী চক্রবর্তী , মেজ জা কেকা চক্রবর্তী , তার ছেলে জয়দেব , মেয়ে জয়িতা চক্রবর্তী।

   

IMG 20190809 WA0034
মৃতার বাবা বিমলেন্দু চক্রবর্তী অভিযোগ জানান। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। শুক্রবার মেদিনীপুর আদালতের পঞ্চম অতিরিক্তি দায়রা বিচারক ৪ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সম্পর্কিত খবর