বাংলা হান্ট ডেস্ক: একটানা বৃষ্টিতে আশঙ্কাজনক অবস্থায় কর্নাটকের একটি বিরাট অংশ। প্রবল বৃষ্টির জলে ডুবে গেছে রাস্তাঘাট, বুক সমান জল নিয়ে কোন ভাবে টিকে রয়েছে মানুষ। স্কুল-কলেজ সব বন্ধ। এমনকি ধ্বস নেমেছে রাজ্যের পাহাড়ি এলাকা গুলির বেশিরভাগ অঞ্চলে, যার জেরে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
রাজ্যের বন্যা বিধ্বস্থ ৫১টি তালুক থেকে উদ্ধার করা হয়েছে ৪৪,০০০ মানুষকে, তাদের ২৭২ টি ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এদের অধিকাংশই বেলাগাভি এলাকায়।
শুক্রবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, আকাশপথে ঘুরে দেখেছেন রাজ্যের জলমগ্ন স্থানগুলি। বেশ কয়েকটি ত্রাণ শিবিরও ঘুরে দেখেন তিনি। প্রবল এই বন্যার জেরে আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যে নেমেছে বায়ু সেনা, এসডিআরএফ ও এনডিআরএফ।
গত ১ এপ্রিল থেকে হওয়ার টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে এই বন্যার পরিস্থিতি। এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ৭১ জন। শুক্রবার সকালেই উটিতে বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যের ১,৪১০ কিলোমিটার রাস্তা, ৪,০১৯টি বাড়ি, ২১১টি সেতু ক্ষতিগ্রস্থ।