পার্লামেন্টে শিশু কোলে নিয়ে আসায় বহিস্কৃত করা হলো সংসদ

বাংলাহান্ট ডেস্ক: সন্তানের পার্লামেন্টের যাওয়া কোনো নতুন ঘটনা নয়। এর আগেও সংসদ তাদের সন্তানদের নিয়ে পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। কিন্তু শিশু কোলে নিয়ে পার্লামেন্টে আসার অসহায়তা বুঝতে পারেনি কেনিয়। সন্তানসহ পার্লামেন্টে আসায় জুলেখা হাসান নামে ওই মহিলা সংসদকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হল।

images 2019 08 10T065714.823

এই বিষয়ে পার্লামেন্টের অস্থায়ী স্পিকার ক্রিস্টাফোর ওমুলেলে বলেন, ‘সন্তানের দেখভাল করা যতটাই জরুরি হোক না কেন ওর কাছে, এটা মোটেও তার জন্য উপযুক্ত জায়গা নয়। ‘ জুলেখা কে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হলে এই ঘটনার প্রতিবাদের আরো বেশ কয়েকজন সংসদ পার্লামেন্ট থেকে বেরিয়ে যান। ঘটনাচক্রে যে সপ্তাহ এ ঘটনাটি ঘটেছে সেই সপ্তাহকে “বিশ্ব স্তনপান সপ্তাহ” বলা হয়।

সম্পর্কিত খবর