পাকিস্তানি সেনাবাহিনী সতর্কবার্তা দিল ভারতীয় সেনাবাহিনীকে

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার লেফটেনেন্ট জেনারেল ক্যানওয়াল জিত সিং ধিলন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন,পাকিস্তান সেনাবাহিনী ও পাকিস্তান সরকারের শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে।

images 2019 08 10T071413.980

ভারতের শীর্ষ কর্তার এ মন্তব্যকে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ‘স্বাভাবিক ভয়ঙ্কর মিথ্যা’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় ভারতের এই মন্তব্যের প্রতিবাদ জানায়।

পাকিস্তানের তরফ থেকে জানানো হয় ভারতের এই মন্তব্য মিথ্যা। ভারত কোন ঝামেলা বাধানোর চেষ্টা করলে পাকিস্তান তা প্রতিহত করবে।

ভারত কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করে কাশ্মীরকে ভারতের কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়। পাকিস্তান কাশ্মীর দখল করতে না পারায় চলছে যুদ্ধকালীন বাতাবরণ।

সম্পর্কিত খবর