এবার প্রশ্নপত্রে ‘জয় শ্রী রাম’ ও কাটমানি প্রসঙ্গ, উচ্চ পর্যায়ের তদন্ত স্কুল শিক্ষা দপ্তরের

 

বাংলা হান্ট ডেস্ক ঃ ‘জয় শ্রী রাম’ ও কাটমানি প্রসঙ্গ নিয়ে উত্তাল গোটা দেশ। এবার পরীক্ষার প্রশ্নপত্রেও উঠে এলো ‘জয় শ্রীরাম’ ও কাটমানি প্রসঙ্গ। হুগলির মগরার ইউনিয়ন হাই স্কুলে ক্লাস টেনের সামেটিভ পরীক্ষা চলছে। গত ৫ ই আগস্ট বাংলা পরীক্ষায় প্রশ্নপত্রের দুটি প্রশ্ন নিয়ে চরম বিতর্কের মধ্যে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। সেই প্রশ্ন গুলি হল

১) জয় শ্রীরাম ধ্বনি সমাজ জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো?

অথবা

২) দুর্নীতি দমন ও ফেরত পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ, এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর?

পরীক্ষার প্রশ্নপত্র এভাবে রাজনৈতিক টানাপোড়েন কে ভালো চোখে দেখেননি কেউই যার ফলে চরম বিতর্কের মাঝে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে।

IMG 20190810 WA0039
বাংলা শিক্ষক শুভাশিস ঘোষ কে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। চাপের মুখে পড়ে ওই স্কুলের বাংলা শিক্ষক শুভাশিস ঘোষ জানান, এই প্রশ্নের নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে এমনিতেই দিয়ে দেওয়া হবে। অভিযুক্ত বাংলা শিক্ষক নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। যদিও এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করবে স্কুল শিক্ষা দপ্তর তা আগে থেকেই জানানো হয়েছে। অন্যদিকে, পরীক্ষার প্রশ্নপত্রে এমন রাজনৈতিক বিষয় টেনে আনায় স্কুল গেটে বাংলা শিক্ষককে গ্রেফতার ও অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি।

সম্পর্কিত খবর