বিকাশের জন্য জম্বু কাশ্মীরে ১০০০ কোটি টাকার বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহে গত ৫ ই আগস্ট কাশ্মীরে ৩৭০ নম্বর ও ৩৫ এ ধারা খারিজ করে মোদি সরকার। ফলে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্বু কাশ্মীর। লাদাখকেও আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্যে বিদেশি বিনিয়োগ ও পর্যটক বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।

প্রসঙ্গত, বিকাশের জন্য জম্বু কাশ্মীরে ১০০ কোটি টাকা বিনিয়োগ যোজনা তৈরি করছে ট্রাইডেন্ট গ্রুপ। ট্রাইডেন্ট গ্রুপের চেয়ারম্যান রাজেন্দর গুপ্ত জানান, ‘ ‘ জম্মু-কাশ্মীরে ১০০০ কোটি টাকার বিনিয়োগের যোজনা তৈরি করছেন এই সংস্থা।

IMG 20190810 WA0268

প্রাথমিক ভাবে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। ট্রাইডেন্ট গ্রুপের এই বিশেষ ইনভেস্টমেন্টের জন্য জম্মু-কাশ্মীরে লাভবান হতে চলেছেন প্রায় ১০ হাজার পরিবার।

Udayan Biswas

সম্পর্কিত খবর