বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে মোদী সরকার দ্বারা ৩৭০ ধারা বাতিল হওয়ার পর লাদাখ আলাদা কেন্দ্র শাসিত রাজ্য হয়ে যায়। আর এই নিয়ে লাদাখের সাংসদ জামইয়াং সেরিং নামগ্যাল (Jamyang Tsering Namgyal) লোকসভায় একটি সুন্দর ভাষণ দিয়ে গোটা দেশের মন জয় করে নেন। এবার উনি ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে ওনার হাতে পতাকা দেখা যায়, আর উনি লাদাখের একটি বাজারে সেই পতাকা নিয়েই নাচেন।
লাদাখের সাংসদ জামইয়াং সেরিং নামগ্যাল এর তরফ থেকে জারি করা এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ৩৭০ ধারা বাতিল হওয়ার পর তিনি প্রথমবার লেহ তে পৌঁছেছেন। আর সেই সময় লাদাখের মানুষ ওনাকে স্বাগত জানায়। ভিডিওতে দেখা যাচ্ছে যে, লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্র শাসিত রাজ্য বানানোর সিদ্ধান্ততে মানুষ তাঁদের খুশি জাহির করছে। সাংসদ জামইয়াং সেরিং নামগ্যাল হাতে তেরঙ্গা আছে, আর তিনি লেহ এর একটি বাজারে মানুষের সাথে খুশি পালন করছেন। ট্যুইটারে ওনার এই ভিডিও অনেক ভাইরালও হয়েছে।
লাদাখের সাংসদ জামইয়াং সেরিং নামগ্যাল ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘লাদাখের মানুষ পরিবেশকে রক্ষা করায় বিশ্বাসী। আর লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্র শাসিত রাজ্য ঘোষণা করার পরেও তাঁরা কোনরকম শব্দবাজি না ফাটানোর প্রতিজ্ঞা নিয়েছে। এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে, মানুষ কিভাবে ইকো ফ্রেন্ডলি সেলিব্রেশন করছেন।”
The residents believe firmly in the principal of environmental conservation. Following this norm, they have taken a pledge of no crackers even for the celebrations.
This video shows how celebrations can happen in an eco-friendly environment. #NewLadakh pic.twitter.com/tP3CNj0lym— Jamyang Tsering Namgyal (@jtnladakh) August 11, 2019
আপনাদের জানিয়ে রাখি, লাদাখের সাংসদ জামইয়াং সেরিং নামগ্যাল ১৭ মিনিটের ভাষণে কাশ্মীর নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছিলেন যে, ‘অবশেষে মানুষের দাবি স্বীকৃতি পেলো।” উনি বলেছিলেন, ‘মোদী হেয়, তো মুমকিন হেয়।” উনি আরও বলেছিলেন, ‘ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার মাননীয় সদস্য বলেছেন যে, আমরা হেরে যাব। আমি শুধু এটাই বলতে চাই যে, এবার দুটি পরিবার তাঁদের জীবিকা হারাতে চলেছে।”