বাংলা হান্ট ডেস্ক : জিও ফাইবারের নয়া অফার, একটি রিচার্জে মিলবে একাধিক সুবিধা। আম্বানি জানালেন “আগামীদিনে আমরা জিও ফাইবারের সঙ্গে ১ জিবিপিএস গতি এবং ল্যান্ডলাইন সংযোগ এবং ডিজিটাল সেট-টপ-বক্স, এইচডি বিনোদন, ভয়েস কল ও আরও অনেক স্মার্ট হোম সলিউশন অফার করব”।
প্রসঙ্গত ৪২ তম বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেছেন, জিও গিগা ফাইবারের আকর্ষণীয় প্ল্যান। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মাসের মধ্যে ঘরে ঘরে পৌঁছে যাবে জিও ফাইবার। আপনি চাইলেই, ৫ সেপ্টেম্বর থেকে এই সুবিধা নিতে পারবেন। সর্বনিম্ন প্ল্যানে পেয়ে যাবেন ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা। গাঁটের কড়ি খরচ করলে ইন্টারনেটের স্পিড পৌঁছে যাবে ১ জিবিপিএস। এদিন, ৭০০ টাকা থেকে ১০,০০০ টাকা খরচের মাসিক প্ল্যান লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা করল রিলায়েন্স।
আগামী ৫ সেপ্টেম্বরে জিওর তৃতীয় জন্মদিনে বাণিজ্যিকভাবে Jio Fiber চালু হচ্ছে জিও ফাইবারের এর সর্বনিম্ন প্ল্যান ১০০ এমবিপিএস থেকে শুরু হবে এবং গতি পৌঁছাবে ১ জিবিপিএসে পর্যন্ত এও জানালেন আম্বানি।