অপসারণ করা হলো নদীয়ার জেলা শাসককে

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ শেষ জল্পনার অবসান ঘটিয়ে এবার নদীয়া জেলা শাসক পবন কাদিয়ানের হুমকি ফোন ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাবকে। ফোনে উলঙ্গ করে পেটানোর হুমকি। যার জেরে তড়িঘড়ি অপসারণ করা হলো নদীয়া জেলা শাসক পবন কাদিয়ান কে।

IMG 20190813 WA0047
উল্লেখ্য দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ফোনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে শোনা যায় নদীয়া জেলা শাসক পবন কাদিয়ান ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রিজওয়ান ওয়াহাব কে কাজে যোগ দেওয়ায় দেরি হওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ এবং উলঙ্গ করে পেটানোর হুমকি দেওয়া হয়। এই অডিও ক্লিপ ভাইরাল করে দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এর পরেই তিনি নবান্নে স্বরাষ্ট্র কর্মী বর্গ বিভাগেদীয়া জেলা শাসক পবন কাদিয়ানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর চেষ্টা করেন তিনি। এরপর নবান্নের স্বরাষ্ট্র কর্মী বিভাগ তদন্ত নেবে অডিও ক্লিপটি সত্যতা প্রমাণ করার পরেই নদীয়া জেলা শাসককে অপসারিত করা হয়। সূত্রের খবর, আই এ এস অফিসার পবন কাদিয়ানীর এহেন আচরণে ক্ষুব্ধ একাধিক ডব্লিউ বিসিএস অফিসার রা। যদিও পবন কাদিয়ান এর কোন প্রতিক্রিয়া এ বিষয়ে পাওয়া যায়নি।

নতুন জেলা শাসক পদে আসলেন বিভু গোয়েল।খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে বিভিন্ন মহলে।

সম্পর্কিত খবর