পাকিস্তান পাসে মুসলিম দেশ গুলোও নেই, হাহা পাকিস্থানের অবস্থা

বাংলা হান্ট ডেস্ক- পাকিস্তানের পাশ থেকে সরে গেল আমেরিকা, রাশিয়া,মতো দেশগুলো কিছু সময় চীন পাকিস্তানকে সমর্থন করলেও পরে ভারতের কূটনৈতিক চাপে চিনো সরে দাঁড়ায়। বাংলাদেশী কিছু মৌলবাদী সংগঠন তারা রাজপথে

108226581 wagahপ্রকাশ্যে সভা করে ভারতের বিরুদ্ধে কথা বলে কেন কী উদ্দেশ্যে কাশ্মীর ইস্যু নিয়ে পথে নামল বাংলাদেশে রাজনৈতিক মহলের দাবি বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন

যারা সমাজকে সুস্থ রাখতে ব্যর্থ তারা মনে করে কাশ্মীর ভারতের কোন ভারতের মধ্যে পড়ে না অবশেষে পাল্টেছে সেই ধারা কাশ্মীরের ৩৭০ ধারা পর গত ইদে নামাজ পড়েছে হাজার হাজার মানুষ।skynews pakistan india kashmir 4738765

আনন্দে ঈদ পালন করেছে ইতিমধ্যে কাশ্মীরের আসা শুরু হয়েছে ভারত সরকার দাবি করেছে কাশ্মীরে নতুন সূর্যোদয় হবে সেই পরিপ্রেক্ষিতে এবার পাকিস্তানের পাশ থেকে সরে গেল এশিয়ার দুটো মুসলিম দেশ তারা মনে করে ভারত তার নিজের

দেশকে সুরক্ষিত এবং সামাজিক কাজে এগিয়ে নিয়ে চলেছে পাকিস্তান বরাবরই কাশ্মীরকে নিজেদের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করেছে এবং একাধিকবার তাদের জঙ্গি সংগঠন  আঘাত করেছে কিন্তু আজ রুপরেখা পাল্টেছে নতুন সূর্যোদয়ের জন্য তৈরি হচ্ছে নরেন্দ্র মোদি আগামী বছরের শেষের দিকে শুরু হবে বিশ্ব সম্মেলন সেখানেRTX6OO1W

সারা পৃথিবীর হাজার হাজার শিল্পপতিরা বিনিয়োগ করবেন কাশ্মীর যখন শান্ত হবে আবার হবে সেই সময় পাকিস্তানকে বুঝিয়ে দেয়া হবে তারা সঠিক পথে হাঁটেননি

এই মুহূর্তে কাশ্মীর এর সব রকম পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত এবং কাশ্মীরে যাতে পাকিস্তান কোন ভাবে নিয়ন্ত্রন করতে না পারে তার জন্য মোতায়েন করা হয়েছে সেনা। সবকিছুর মধ্যে পড়ে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান এখন কার্যত এক ঘরে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর