বাংলা হান্ট ডেস্ক : স্বাধীনতা দিবসে সুখবর, দীর্ঘ ১৮ বছর বাদে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে সর্বোচ্চ স্থানে নিয়ে গেলেন দীপক।
এমনকি কাজাখস্তনে সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভারতীয় দল। সেই দলেও জায়গা করে নিয়েছেন ১৯ বছর বয়সী দীপক। তা হবে নাই বা কেনো, জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৮ বছর পর 86 কিলোগ্রাম বিভাগে দেশকে সোনা জেতালেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া। এমনকি গত বছর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রূপো জিতেছিলেন দীপক। কিন্তু এবার ফাইনালের লড়াইটা একেবারেই সহজ ছিল না দীপকের কাছে। এলিক সুবুজুকোব নামজাদা কুস্তিগীর। তার উপর দীপকের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। কিন্তু রাশিয়ার এলিক সুবুজুকোবকে হারিয়ে সোনা জিতেছেন দীপক। অন্যদিকে, 92 কিলোগ্রাম বিভাগে ভারতের তরফ থেকে ব্রোঞ্জ জিতেছেন ভিকি চহ্বর ।