পাকিস্তানে বন্ধ করা হল ভারতীয় বিজ্ঞাপন

বাংলাহান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করার প্রতিবাদে এর আগে পাকিস্তান সরকার ভারতের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ৩৭০ ধারা বাতিল কে কেন্দ্র করে পাকিস্তানে ভারতীয় সিনেমা এর আগেই বন্ধ করা হয়েছে। এমনকি ভারতীয় শিল্পীদের পাকিস্তানে গিয়ে অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

pemra notice

এবার পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, পাকিস্তানের টেলিভিশনে কোনরকম ভারতীয় বিজ্ঞাপন দেখানো যাবে না।

২০০২ সালের ২৭(এ) ধারা অনুযায়ী পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) ভারতীয় বিজ্ঞাপনগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) এর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ টিভি পর্দায় ভারতীয়দের উপস্থিতি পাকিস্তানিদের যন্ত্রণা আরও বাড়িয়ে তোলে ‘

সম্পর্কিত খবর