অস্ট্রেলিয়ার মুসলিম নেতা দাবি করলেন, “মুসলিমরা হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন “

বাংলাহান্ট ডেস্ক: গত ৫ ই আগস্ট জম্মু কাশ্মীর থেকে বিশেষ স্বাধীনতা বাতিল করে ভারত। এরপর থেকেই ভারত ও পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটেছে। ইমরান সরকার ভারতের সাথে সব রকমের বাণিজ্যিক এবং কূটনৈতিক চুক্তি বাতিল করেছেন।

We dont want burkas running around and mosques on every corner Controversial Muslim leader says

এরই মধ্যে অস্ট্রেলিয়ার মুসলিম নেতা মোহাম্মদ তাওহিদি এক টুইটে বলেছেন, ‘ কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ হবে না। কারণ পাকিস্তান ও কাশ্মীর সবটাই ভারতের অংশ।’

অস্ট্রেলিয়ার মুসলিম নেতা ধর্ম প্রসঙ্গে বলেন, ‘পুরো অঞ্চলটাই ছিল হিন্দু ভূমি। মুসলিমরা হিন্দু থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু তার মানে এই না যে হিন্দু ভূমির সবকিছু বদলে যাবে। ভারত ইসলাম এমনকি পাকিস্তানের থেকেও পুরনো। এ বিষয়ে সৎ হোন।’

তার এই টুইট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রায় 22 হাজার বার তাঁর এই টুইট রিটুইট হয়েছে।

সম্পর্কিত খবর