বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসেই মার্কিন সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই বড় ধাক্কা খেলেন ইমরান খান। এক ধাক্কায় কমে গেলো পাকিস্তানকে দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ। সন্ত্রাসবাদ আটকাতে পাকিস্তান উল্লেখযোগ কোনো পদক্ষেপ গ্রহণ না করাতে কমানো হলো আর্থিক সাহায্য বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। একেই প্রচন্ড আর্থিক অভাবে ভুগছিল পাকিস্তান। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধাক্কা পেল পাকিস্তান।
এক ধাক্কায় ৩,১০০ কোটি টাকার মার্কিন সাহায্য কমিয়ে দেওয়া হল। এখন বছরে আমেরিকার থেকে পাকিস্তান পাবে ৪.১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩০,০০০ কোটি টাকা।
রাষ্ট্রসঙ্ঘে কাছে প্রকাশ হল পাক-চিনের, কাশ্মীর ‘আভ্যন্তরীণ বিষয়’ জানাল ভারত। প্রসঙ্গত, ২০১০ সালে পাকিস্তান এনহ্যান্সড পার্টনারশিপ এগ্রিমেন্ট বা পেপা চুক্তির ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক অনুদান লাভ করত পাকিস্তান। এই পরিস্থিতিতে আর্থিক অনুদানে কাটছাঁট করা যে পাকিস্তানের কাছে একটা বড় দুশ্চিন্তার কারণ সেকথা বলাই যায়।