বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল জন আব্রাহামের ছবি বাতলা হাউস। প্রথম দিনই বাজার করে ১৩-১৪ কোটি টাকা।স্বাধীনতা দিবস ও রাখী- একই দিনে দুটো ছুটি পড়ায় মানুষদের উৎসাহের শেষ ছিলনা এই দিনটিকে ঘিরে।
প্রসঙ্গত ১৫ অগস্ট মুক্তি পেল মিশন মঙ্গল ও বাতলা হাউস। ফের বক্স অফিস হিট করল খিলাড়ি নং ওয়ান অক্ষয় কুমার। মিশন মঙ্গলের মুক্তির দিনেই ২৭-১৮ কোটি টাকা তুলল অক্ষয়-বিদ্যা-সোনাক্ষী-তাপসির এই ছবি।
অন্যদিকে, বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল জন আব্রাহামের ছবি বাতলা হাউস। প্রথম দিনই যা বাজার করল ১৩-১৪ কোটি টাকা।ইসরোর মঙ্গল অভিযান নিয়ে তৈরি মিশন মঙ্গল সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসি পান্নু, নিত্যা মেনন, সোনাক্ষি সিনহা, কৃতি কুলহারি।