বাংলা হান্ট ডেস্ক: রণবীর সিং ‘ড্যাডি’ হয়ে গেলেন দীপিকার। ভয় নেই, আপনি ঠিকই শুনেছেন। আজকাল নাকি দীপিকা তার হাবি রণবীরকে ‘ড্যাডি’ বলে ডাকছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই রণবীরকে এভাবেই ডাকলেন দীপিকা।
সম্প্রতি, লন্ডনের রাস্তায় গাড়ি চালাতে চালাতে ভক্তদের সঙ্গে লাইফ চ্যাটে অংশ নিয়েছিলেন রণবীর সিং। আর লাইভ চ্যাট টি দীপিকা ও দেখছিলেন। রণবীরের সেই লাইভের সময় দীপিকা হঠাৎ সকলের সামনে কমেন্টে লেখেন, ‘হাই ড্যাডি’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। রণবীরও উত্তরে দিপ্পিকে লেখেন, ‘হাই বেবি’।
তাদের এই প্রেমলীলা দেখে কমেন্ট করেন রণবীরের ঘনিষ্ঠ বন্ধু তথা অর্জুন কাপুর। তিনি কমেন্টে লেখেন, ”Baba bhabhi is gonna give u one”
সম্প্রতি লন্ডনের একটা ম্যাগাজিনের ফটোশ্যুটে দেখা গেছে রণবীর-দীপিকাকে। আবার কবীর বেদী পরিচালিত ছবি ‘৮৩’-তেও একসঙ্গে অভিনয় করছেন রণবীর-দীপিকা।