বাংলাহান্ট ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ স্বাধীনতা কেড়ে নেওয়ার আগেই সেখানে জারি করেছিল কড়া নিরাপত্তা। সেনা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল জম্মু-কাশ্মীর কে নিরাপত্তার কবচে। একপ্রকার শুনশান হয়ে গিয়েছিল জম্মু ও কাশ্মীর। বন্ধ ছিল টেলিফোন ইন্টারনেট ব্যবস্থা। এখনো বন্ধু রয়েছে স্কুল কলেজ সরকারি অফিসগুলি।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীর। শনিবার থেকেই কাশ্মীরে চালু হয়েছে অর্ধলক্ষাধিক টেলিফোন। চালু হচ্ছে ইন্টারনেট পরিষেবা। জম্মু আগেই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু তখনও কিছুটা উত্থান হয়েছিল কাশ্মীর। দুইদিন আগে টেলিফোন ইন্টারনেট ব্যবস্থা আংশিক চালু হলেও পরে বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের প্রায় শতাধিক টেলিফোন এক্সচেঞ্জ এর মধ্যে ১৭ টি চালু হয়েছে। শ্রীনগর বিমানবন্দর, ক্যান্টনমেন্ট এরিয়া, নাগরিক বাসস্থানের যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। এছাড়াও মধ্য কাশ্মীরের বদগাম, সোনামার্গ, এবং মনিগাম অঞ্চলেও চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা।
এছাড়াও ভারত সরকার জানিয়েছে আগামী সপ্তাহ থেকে চালু হবে সরকারি অফিস গুলি। চালু হবে স্কুল কলেজ।