বাংলা হান্ট ডেস্ক: প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পরলো আবার হিমাচলপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত নানা ঘটনায় রাজ্যে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। ধসের দরুন ক্ষতিগ্রস্ত হয়েছে চণ্ডীগড়-মানালি এবং শিমলা-কিন্নাউর জাতীয় মহাসড়ক-সহ একাধিক রাস্তা। যার জন্য আটকে পড়েছে বহু মানুষ। সোমবার কুলু ও সিমলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন, পরিস্থিতির উপরে সর্বক্ষণ নজর রাখছে প্রশাসন। প্রত্যেক ডেপুটি কমিশনারকে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে হড়পা বানের আশঙ্কা থাকায় পর্যটকদের নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ বছরের বর্ষায় রাজ্যের প্রায় ₹৪৯০ কোটি ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিকে, প্রবল বৃষ্টির জেরে বন্যায় শিমলায় ৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া কুলু, সিরমাউর, সোলান এবং ছাম্বা থেকে ২ জন করে প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে উনা এবং লাহুল-স্পিতি জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বহু মানুষ গুরুতর আঘাত পেয়েছেন।