অতিরিক্ত গতির জের। কোলে বাচ্চা নিয়ে মারা গেলেন মা, নিহত আরও এক।

 

 

বাংলা হান্ট ডেস্ক: রবিবার রাতে কৃষ্ণনগর থেকে হাঁসখালি যাওয়ার পথে পরপর বাইকে ও কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে ইটের স্তূপের ওপর উঠে উল্টে যায় চার চাকার ভ্যান। ঘটনার বলি হয় তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের।  সোমবার সকালে হাসপাতালে মৃত্যু হল আরও একজনের। মৃতদের নাম রূপালি বিশ্বাস, অর্পণ বিশ্বাস ও আল্পনা বিশ্বাস। আহত হয়েছেন বেশ কয়েকজন পথচারী ও বাইক আরোহী। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

 

এদিকে গাড়ি চালককে গ্রেফতারের দাবিতে এদিন সকাল থেকে কৃষ্ণনগর-হাঁসখালি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, বারংবার চালককে অতিরিক্ত গতি নিয়ে সতর্ক করেও কোনো লাভ হয়নি। অতিরিক্ত গতিতেই ছুটে গেছে সেই চার চাকার ভ্যান।এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চালক।

IMG 20190819 115921

সূত্র অনুযায়ী, রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগর থেকে হাঁসখালির দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই গাড়িটি। গাড়ির গতি স্বাভাবিকের থেকে বেশি থাকায় সামনে একটা বাইক চলে এলে সামলাতে না পেরে তাকে ধাক্কা মারে পরপর আরো কিছু বাইকে ধাক্কা মারে ইটের স্তুপে গিয়ে উল্টে যায় গাড়ি।গাড়ির ভেতরে ছোট্ট ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন রূপালি। গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় মা ও ছেলের।অন্যদিকে চিকিত্সা করতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন গাড়ির ওপর যাত্রী আল্পনা বিশ্বাস। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার সকালে মৃত্যু হয় তার।

সম্পর্কিত খবর