বাংলা হান্ট ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়েছে গোটা দেশে, যার জেরে যমুনার জলস্তর আচমকা বেড়ে গিয়েছে অনেকটাই। এরই মাঝে যমুনানগর জেলার হাথনীকুন্ড বাঁধ থেকে জলও ছাড়া হয়েছে, যার ফলে এখন বিপদসীমার উপর দিয়েই বইছে যমুনার জল। এরকম হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের বেশ কিছু জায়গায় জারি হয়েছে বন্যা সতর্কতা।
সূত্রে খবর, হাথনীকুন্ড বাঁধ থেকে যমুনায় ৮ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তৈরি হয়েছে বন্যার আশঙ্কা, ইতিমধ্যেই যমুনা নদী সংলগ্ন নীচু জমিতে বসবাসকারী মানুষদের, দিল্লি সরকার নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এমন হঠাৎগামী অচলাবস্থা সামলাতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এই পরিস্থিতির সুরাহা করতে সোমবারই জরুরি বৈঠকে বসছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ভারতের আবহাওয়ার পরিস্থিতি এখন এমনই হাল থাকবে, উন্নতির কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছে না হাওয়া অফিস। আশঙ্কা করা হচ্ছে, যমুনার এই বেড়ে যাওয়া জলস্তর আগামী ২৪ ঘণ্টায় আরো ভয়ানক রূপ নিতে পারে, তাই জারি হয়েছে সতর্কবার্তা, সাবধান করা হয়েছে এলাকাবাসীদের।