পুলিশের জুলুম সহ একাধিক দাবিদাওয়া নিয়ে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট বীরভূমেও

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ পুলিশের জুলুম সহ একাধিক দাবিদাওয়া নিয়ে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটে সামিল হলো রাজ্যের ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা।অ্যাসোসিয়েশনের নানারকম দাবিদাওয়া নিয়ে উপর মহলের সাথে যোগাযোগ করা সত্ত্বেও কোন রকম সুরাহা না হওয়ার জন্য আজ থেকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই ট্রাক ধর্মঘটের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বাড়বে বলে মনে করা হচ্ছে।

IMG 20190819 WA0012

ট্রাক মালিকেরা জানিয়েছেন যে,”আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র আদান,প্রদানের অন্যতম মাধ্যম হলো এই ট্রাক। এই ট্রাকে করেই এক রাজ্যে থেকে অন্য রাজ্যে যাবতীয় মালবহন করা হয়। কিন্তু রাস্তায় আমাদের ড্রাইভারদের কাছে পুলিশসহ সিভিক পুলিশেরাও একটু ওভারলোড হলেই অত্যাধিক পরিমাণে টাকার

IMG 20190819 145104

দাবি করে। এমনকি ঠিকমতো চালান দেখালেও টাকা নেয় পুলিশ। আমাদের দাবি, এই পুলিশি অত্যাচার ও আরটিওর অত্যাচার বন্ধ করতে হবে। আমাদের সবথেকে অসুবিধা হচ্ছে পেট্রোল ও ডিজেলের উপর জিএসটি চালু করায়। এছাড়াও অন্যান্য রাজ্যের মত কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী লোডিং-এর ক্ষেত্রে আলাদা ইউনিট মেনে নিতে হবে।”

IMG 20190819 145111

আজ ট্রাক অ্যাসোসিয়েশনের এই ধর্মঘট রাজ্য জুড়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই ধর্মঘটের থাবা এসে পড়েছে বীরভূম জেলাতেও। বীরভূমের ইলামবাজার সহ বোলপুরের সাত্তোরে এই ধর্মঘটে সামিল হতে দেখা গেছে ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যদের। ইলামবাজার ইউনিটের সদস্যরা জানান,”সারা রাজ্যে জুড়ে ধর্মঘট চলছে। ফলে আমরা ইলামবাজারেও এই ধর্মঘট শুরু করেছি।আমাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলছে চলবে।”


Udayan Biswas

সম্পর্কিত খবর