রাজীব মুখার্জী, হাওড়া-হাওড়ার প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে আজ হঠাৎ করে মুখ্যমন্ত্রী ২ নম্বর রাউন্ড ট্যাংক লেনে যান। সেখানে বসবাসকারী হিন্দী ভাষী লোকেদের সাথে দেখা করেন।
সেখানে তিনি তাদের পানীয় জল, পয়প্রণালী, নিকাশি ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।
তাদের সাথে কথা বলে হাওড়া পুরসভা, খাদ্য দফতরকে কঠোর নির্দেশ দেন এদের সমস্যার বিষয় গুলো কে দ্রুত নিষ্পত্তি করতে।
এই সংক্রান্ত একটি টাস্কফোর্স তিনি গঠন করে দেন স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের নিয়ে।
তিনি নির্দিষ্ট সময় স্থির করে এলাকার মানুষদের সমস্যার সমাধানের নির্দেশ দেন।